চৌগাছায় শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মিনারুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মিনারুল যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের সন্টু রহমানের জামাই। মিনারুল ইসলামের শ্বশুর সন্টু রহমান জানান, ‘দুই আড়াই বছর আগে আমার মেয়ে খাদিজার সাথে মিনারুলের বিয়ে হয়। তাদের পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মিনারুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি। কিছুদিন ধরে সে অসুস্থ ছিলো। ডাক্তার দেখানোর পর কিছুদিন ধরে কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হয়। রবিবার দুপুরে আমার মেয়ে ও নাতি, মিনারুলের বোন মাছুরা খাতুনসহ (১৩) আমাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়িতে আলমসাধু গাড়ি রেখে খাওয়ার পর ধান ক্ষেতে যায়। বিকেলে বাড়িতে মিনারুল আমার বাবা ও মায়ের সাথে কথা বলছিল। এ সময় হঠাৎ সে খাট থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে আমি দ্রুত বাড়ি ফিরে নিজের গাড়িতে করে জামাইকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’ চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন, সোমবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।