চৌগাছায় মিষ্টির দোকানে জরিমানা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির সময় এক দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বাজারের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ঘোষ ডেয়ারিতে আদালত পরিচালনা করেন। এ সময় ওই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দই ও মিষ্টিতে ময়লা পাওয়া যাওয়ায় দোকানের মালিক সমর কুমার ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।