চৌগাছায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিয়ে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাতিবিলা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে এমন খবরে দুপুর ১২টার দিকে নির্বাহী অফিসার ইরুফা সুলতানা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল ও গ্রামের ইউপি সদস্যকে নিয়ে মেয়েটির বাড়িতে যান। এসময় মেয়েটির পিতা-মাতার সাথে কথা বলে তিনি বাল্যবিয়ে বন্ধ করেন। মেয়েটির পিতার কাছ থেকে এ সময় মেয়েকে বাল্য বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।