ঝিকরগাছায় প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর ঝিকরগাছার পল্লী থেকে সোহেল রানা (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছে। সে উপজেলার নওয়ালী গ্রামের বাসিন্দা নানা আব্দুল বারিকের বাড়িতে বসবাস করতো। নিখোঁজের ঘটনায় তার মা আকলিমা খাতুন ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত ২২ জানুয়ারি বাড়ি থেকে নওয়ালী বাজারের উদ্দেশ্যে বের হয় সোহেল রানা। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি।