ডেনমার্কে বাতিল করা হলো সব ধরনের কোভিড বিধিনিষেধ

0

লোকসমাজ ডেস্ক॥ সব ধরনের কোভিড বিধিনিষেধ বাতিল করেছে ডেনমার্ক। এমনকি ফেস মাস্ক পরার উপরেও আর কোনো বাধ্যবাধকতা থাকছে না দেশটিতে। ইউরোপের প্রথম দেশ হিসেবে এমন পদক্ষেপ নিলো ডেনমার্ক। এছাড়া দেশটিতে খুলে দেয়া হয়েছে নাইট ক্লাব ও বারগুলো। যদিও দেশটিতে এখনো কোভিডের উচ্চ সংক্রমণ রয়েছে, তবে কর্তৃপক্ষ মনে করে এই ভাইরাস আর ঝুকিপূর্ণ কোনো হুমকি নয়। মূলত দেশটির নাগরিকদের ভ্যাকসিন গ্রহনের উচ্চহারের কারণেই সরকার সব বিধিনিষেধ তুলে নিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা এএফপিকে রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ লোন সিমোনসেন বলেন, আমাদের দেশের প্রাপ্তবয়স্কদের বড় অংশই কোভিড-১৯ ভ্যাকসিনের তিন ডোজ গ্রহণ করেছেন। আবার ওমিক্রন যেহেতু ভ্যাকসিন নেয়াদের জন্য গুরুতর কোনো ভ্যারিয়েন্ট নয় তাই আমরা বিশ্বাস করি বিধিনিষেধ তুলে নেয়াই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হয়েছে।