শৈলকুপায় ভাইয়ের হত্যার বিচার চেয়ে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ভাই হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই মিল্টন খন্দকার। ঝিনাইদহের শৈলকুপা প্রেস ক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৮ জানুয়ারি মাঠে পেঁয়াজ লাগানোর সময় প্রতিপক্ষ নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরা প্রকাশ্য দিবালোকে পিটিয়ে তার বড় ভাই কল্লোল খন্দকারকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ছোট ভাই মিল্টন খন্দকার শৈলকুপা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পরই গত ১২ জানুয়ারি আসামি বগুড়া গ্রামের শওকত বিশ^াস, নাসির বিশ^াস, রেজাউল মোল্লা, ফরিদ মুন্সি, ফরিদ মোল্লা, গেন্দা মোল্লা, নায়েব মোল্লা, বাবুল কাজী, করিম কাজী, মিন্টু মোল্লাসহ তাদের লোকজন বেআইনিভাবে তার বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা, মামলা তুলে নেওয়া ও হত্যার হুমকি দেয়। তিনি অভিযোগ করেন তার ও তার পরিবারের লোকজনের ওপরে হামলা, লুটপাট, বাড়ি-ঘর ভাঙচুর করার অব্যাহত হুমকি দিয়ে আসছে বিবাদীগণ। এব্যাপারে তিনি থানায় অভিযোগ দিলেও পুলিশের পক্ষ থেকে কোন আসামি আটক করা হচ্ছে না। ফলে মামলার বাদী ও নিহতের পরিবার প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।