রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে মতবিনিময় সভা

0

শেখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট (খুলনা)॥ রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খুলনা যশোর অঞ্চলের ৯ টি রাষ্টায়ত্ব পাটকলের শ্রমিক ইউনিয়নের সিবিএ-ননসিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ১৫ জানুয়ারী সকাল ১১ টায় খালিশপুর জুট ওয়াকার্স ইনষ্টিটিউট মিলানায়তনে সংগঠনের আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় বক্তৃতা করেন ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মুরাদ হোসেন, আবু জাফর, প্লাটিনামের শ্রমিক নেতা হুমায়ুন কবির, শাহানাজ শারমিন, খলিরুর রহমান, ষ্টার জুট মিলের শ্রমিক নেতা বিল্লাল হোসেন, মাসুম গাজী, ইষ্টার্ন জুট মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, আলম সরদার, মনিরুল ইসলাম, অলিয়ার রহমান, জেজেআই জুট মিলের সৈয়দ আবু জাফর, কার্পেটিং জুট মিলের আঃ ওহাব মৃধা প্রমুখ। সভায় অতিসত্তর রাষ্টায়ত্ব পাটকলের সিবিএ – নন সিবিএর মাধ্যমে একটি কমিটি গঠন পুর্বক অবসরকৃত কর্মচারী কর্মকর্তাদের পাওনা এবং স্থায়ি, বদলী ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে কর্মকর্তা কর্মচারী সংগঠনের সাথে যুগপৎ আন্দোলন ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। বক্তারা বলেন ২০১৩ সাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের কোন পাওনা পরিশোধ করেনি। ফলে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা, কর্মচারী, এবং স্থায়ি ,বদলী ও দৈনিক ভিত্তিক শ্রমিকরা চরম মানবেতর জীপনযাপন করছেন, কর্মসূচি চলাকালিন সময়ের ভিতর যদি দাবি পুরন করা না হয় তাহলে লাগাতর রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষনা করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ জানুয়ারী সকাল ১১ টায় খালিশপুর দৌলতপুর জুট মিল থেকে নতুনরাস্তা মোড় পর্যন্ত লালপতাকা মিছিল, ২৩ শে জানুয়ারী বিকাল ৩ টায় খালিশপুর গোল চত্তরে জনসভা, ৭ ফেব্রুয়ারী ঢাকা মতিঝিল বিজিএমসি কার্যালয়ের সামনে আমরন অনশন কর্মসূচি।