আইফোন ও আইপ্যাডের ওএসের ত্রুটি দূর হলো

    0

    লোকসমাজ ডেস্ক॥ আইফোন ও আইপ্যাডকে সাইবার হামলা থেকে রক্ষা করতে অপারেটিং সিস্টেম হালনাগাদ করেছে অ্যাপল। আইওএস ১৫.২.১ ও আইপ্যাডওএস ১৫.২.১ সংস্করণটি আইফোন ও আইপ্যাডে নিরাপদে হোমকিট অ্যাপ ব্যবহারের সুযোগ দেবে। এত দিন হোমকিট অ্যাপ দিয়ে ঘরে থাকা স্মার্ট যন্ত্র নিয়ন্ত্রণ করা গেলেও নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছিল। এই ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে সাইবার হামলা চালাতে পারতেন হ্যাকাররা। শুধু তা–ই নয়, আইফোন ও আইপ্যাড ঠিকমতো কাজ না করা, রিবুট হওয়ার পাশাপাশি ক্র্যাশ হওয়ারও আশঙ্কা ছিল।
    আইফোন ও আইপ্যাড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণটি পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। সাইবার অপরাধীদের থেকে নিরাপদ থাকতে দ্রুত অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল। এ জন্য আইফোন ও আইপ্যাডের ‘সেটিংস’ থেকে ‘জেনারেল’ অপশনে ক্লিক করে ‘সফটওয়্যার আপডেট’ নির্বাচন করতে হবে।