শার্শার নাভারন বাজারে গরুর মাংসের দাম সিন্ডিকেটের নিয়ন্ত্রণে!

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬শ টাকা দামে বিক্রি হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে এই দাম নির্ধারণ করে ক্রেতাদের কিনতে বাধ্য করা হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। গতকাল বুধবার নাভারন বাজারে যেয়ে দেখা গেছে, মাংস বিক্রেতারা প্রতি কেজি গরুর মাংসের মূল্য ৬শ টাকা হিসেবে বিক্রি করছে। এর আগে এ বাজারে গরুর মাংস সর্বোচ্চ ৫শ ৫০ দামে প্রতি কেজি বিক্রি হতো। গতকাল এক লাফে তা বেড়ে ৬শ টাকা হয়েছে। বুধবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শার্শার সামটা, জামতলা ও উলাশী বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ টাকা, বাগআঁচড়া ও বেনাপোল বাজারে প্রতিকেজি ৫শ ৫০ টাকা এবং সীমান বাজার পুটখালী, গোগা, ভুলোট, রুদ্রপুর এলাকায় প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ টাকা থেকে ৫শ ৫০ টাকা করে। সেখানে নাভারন বাজারে প্রতি কেজি ছিলো ৬শ টাকা। নাম প্রকাশ না করার শর্তে নাভারন বাজারের এক মাংস ব্যবসায়ী জানান, ‘সিন্ডিকেট তৈরি করেছে এই দাম। এখন তাদের কথায় ব্যবসা করতে হবে। নাহলে অশ্লীল ভাষায় গালিগালাজ শুনতে হবে। অনেকে মারপিট করতেও আসে। কোন প্রতিবাদের সুযোগ নেই।’ তিনি বলেন, প্রতি কেজি গরুর মাংস ৫শ টাকা বিক্রি করলেও অনেক লাভ হয়। তারপরও বেশি লাভ করতে সিন্ডিকেট করে এক লাফে প্রতি প্রতিকেজি ৬শ টাকা করেছে। এ ব্যাপারে জানতে চাইলে নাভারনের আবু আহসান নামে এক ক্রেতা বলেন, ‘সাড়ে ৫শ টাকার গোসত এখন ৬শ টাকা দরে বিক্রি হচ্ছে আবার অনেকে ওজনেও কমদেয়।’ তার মতো অনেক ক্রেতাই বলেন, বাজার নিয়ন্ত্রণে বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার আলীফ রেজা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তিনি বলেন অন্য বাজার থেকে নাভারন বাজারে দাম বেশি নিলে বা সিন্ডিকেট হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।