বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালক হেলপারদের মাস্ক ছাড়াই চলাচল

0

কামাল হোসেন, বেনাপোল (যশোর)॥ করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় তেমন কোনো সতর্কতা নেই বেনাপোল বন্দর কর্তৃপক্ষের। বন্দরের পক্ষ থেকে ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা নেই। ফলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বেনাপোল বন্দরে কর্মরত অন্তত ১০ হাজার শ্রমিক-কর্মচারী ও ব্যবসায়ী। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ভারত থেকে প্রতিদিন অন্তত ১ হাজার ট্রাকচালক ও হেলপার বেনাপোল বন্দরে যাতায়াত করে থাকেন। সরেজমিনে দেখা যায়, ভারতীয় এসব চালক ও হেলাপার করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করছেন না। বন্দরের পক্ষ থেকে ট্রাকে স্প্রে ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহারেরও কোন উদ্যোগ নেই। বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে প্রতিটি ট্রাক যাতায়াতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। হ্যান্ডসেনিটাইজিং করা হচেছ চালক ও হেলপারদের কিন্ত বেনাপোল বন্দরে সম্পূর্ণ ভিন্ন চিত্র। চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষারও কোনো উদ্যোগ নেই বন্দরে । ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা বন্দরের বাইরে বেনাপোল বাজারে যাতায়াত করছেন অবাধে।
এদিকে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। শুধুমাত্র করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখে যাত্রীদের ছেড়ে দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ভারত থেকে আসা সকল যাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনলেই তাদের ছেড়ে দেওয়া হচ্ছে কোন স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ২ হাজার যাত্রী ভারতে গমনাগমন করে থাকেন। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণের কারণে হঠাৎ করে গত দু দিনে তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৩শ জনে। মেডিকেল ও বিজনেস ভিসা ( আমদানি রফতানি ডকুমেন্টস) ছাড়া কাউকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না ভারতীয় ইমিগ্রেশন। গত ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভারত ফেরত ৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, বেনাপোল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ভারত ফেরত যাত্রীদের সতর্কভাবে স্কিনিং ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর মো. আব্দুল জলিল জানান, ওমিক্রন মোকাবিলায় সরকারি যে নির্দেশনা আছে সে নির্দেশনা মেনে বন্দরের কার্যক্রম চালু রয়েছে। ভারত থেকে যে সব ট্রাকটালক ও হেলপার বেনাপোল বন্দরে প্রবেশ করছে তাদের ট্রাক স্প্রে করাসহ হ্যান্ড সেনিটাইজারিং করা হচেছ।