সুখবর দিলেন জয়া আহসান

0

লোকসমাজ ডেস্ক॥ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমাজ-সচেতন হিসেবেও তিনি পরিচিত। এবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হলেন এই চিত্রনায়িকা। আজ (১ জানুয়ারি) থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে জয়া ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন। ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সচেতনতা বাড়াতে কাজ করবেন।এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে দেশের মানুষের জন্য কাজ করতে পারবো ভেবে সম্মানিত বোধ করছি।’
জয়া আহসান ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও অন্যান্য বিষয় যেমন দারিদ্র্য, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি এবং লিঙ্গ সমতা বিষয়ে কাজ করবেন।