মোরেলগঞ্জে বিশারীঘাটা সেতুটি ভেঙে পড়ে চলাচলের পথ বন্ধ

0

শামীম আহসান মলি¬ক, মোরেলগঞ্জ (বাগেরহাট) ॥ মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিশারীঘাটা খালের ওপরে ঝুঁকিপূর্ণ সেই সেতুটি অবশেষে ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার দুপুরে এটি বিচ্ছিন্ন হয়ে যায়।
গত তিন মাস আগে এটি আংশিক ভেঙে পড়লে এর ওপর সাঁকো তৈরি করে এলাকার মানুষ চলাচল করছিল। শুক্রবার দুপুর ২ টার দিকে এটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে শিশুসহ ৩ জন আহত হয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিশারীঘাটা-বাদুরতলা গ্রামের সংযোগ সেতুটি দীর্ঘ এক বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে গত তিন মাস আগে সেটি ভেঙে পড়ে। এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক, যাত্রীবাহী যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করে। সেতুর একপাড়ে রয়েছে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বিশারীঘাটা বাজার ও অপরপাড়ে রয়েছে বাদুরতলা বাজার। রয়েছে ইউনিয়য়ন পরিষদ, বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যবসায়িক কারণে এ সেতু দিয়ে দুই বাজারসহ আশপাশের লোকজন সকাল থেকে রাত অবধি চলাচল করে। এ ঘটনার পর সেখানে নৌকাযোগে (খেয়াযোগে) পারাপার হচ্ছে মানুষ এবং তাদের বিভিন্ন মালপত্র। এর ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইতঃপূর্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করে এটি পুনঃনির্মাণে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, সয়েল টেস্টসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে।