বাহাদুরপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাহাদুরপুরে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রাজিয়া সুলতানার নির্বাচনী অফিস সোমবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির।এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী, জেলা তাঁতী লীগের সভাপতি রেজাউল ইসলাম, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রাজিয়া সুলতানা, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মিজারুন রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার গনী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নুর ইসলামসহ নেতৃবৃন্দ।