‘আফগান অর্থনীতি ধ্বংসকারীদেরই উচিত প্রথম সাহায্যে অগ্রসর হওয়া’

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে ২০ বছর যুদ্ধ করে যারা দেশটির অর্থনীতি ধ্বংস করেছে, তাদেরই উচিত দেশেটিকে সহায়তার জন্য প্রথম অগ্রসর হওয়া। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পুতিন বলেন, ‘আফগান জনগণকে সহায়তা করা প্রয়োজন। তবে এটি প্রথমেই ওই দেশগুলোর করা উচিত যারা আফগান অর্থনীতি ও সমাজের এই বিপুল ক্ষতি করেছে। ২০ বছর ধরে যারা সেখানে যুদ্ধ করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, তাদেরই প্রথম সহায়তা দেয়া উচিত।’
আফগানিস্তানে সহায়তা দেয়ার বিষয়ে পুতিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারি, আমাদের ওপর যা নির্ভর করছে আমরা তাই করবো। প্রথমত বিদেশের বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যাংকে জব্দ থাকা আফগানিস্তানের তহবিল মুক্ত করা উচিত, যাতে করে আফগান জনগণকে পূর্ণমাত্রায় মানবাধিকার সহায়তা দেয়া যায়। অন্যথায়, এই দেশ দুর্ভিক্ষ ও অন্য ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে যা প্রতিবেশী দেশগুলোকে প্রভাবিত করবে।’ অপরদিকে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রিত বর্তমান প্রশাসনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে তিনি বলেন, বাস্তব পরিস্থিতির ওপর আফগান সরকারকে স্বীকৃতি দেবে মস্কো। তিনি বলেন, ‘আফগানিস্তানের হাল ধরা বাহিনীর উচিত হবে দেশের নেতৃত্বে সব জাতিগত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নেয়া।’ রুশ প্রেসিডেন্ট বলেন, ‘(তালেবান সরকারকে) স্বীকৃতির জন্য আমরা আন্তর্জাতিক পক্ষগুলোর কার্যক্রমের সাথে সমন্বয় করে কাজ করবো।’ তিনি আশা করেন, কাবুল ও মস্কোর মধ্যে ‘উত্তম পন্থায়’ সম্পর্ক উন্নয়ন হবে। আগস্টে আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা দেশগুলোসহ বিভিন্ন দেশ কূটনীতিক তৎপরতা স্থগিত করে। অনেক দেশই কাবুলে তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে কিছু দেশ কাবুলে তাদের দূতাবাসের কার্যক্রম চালু রাখলেও কোনো দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
সূত্র : তোলো নিউজ