মেহেরপুরে লাল-সবুজের মানব পতাকা

0

মেহেরপুর সংবাদদাতা॥ বিজয়ের ৫০ বছর পূর্তিতে মেহেরপুরে হাজার মানুষের সমন্বয়ে তৈরি করা হয় লাল-সবুজের পতাকা কলমের আঁচড় কিংবা রং-তুলি নয়, কাপড়ের ওপর বাংলার মানচিত্রখচিত পতাকা। বিজয়ের ৫০ বছর পূর্তিতে হাজার মানুষের সমন্বয়ে তৈরি করা হয়েছে দেশের লাল সবুজের পতাকা। মানব পতাকায় বর্ণিল সাজে সাজে মেহেরপুর জেলা স্টেডিয়াম। ব্যতিক্রমী এ আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে লাল সবুজের পোশাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সঙ্গে সবার হাতে হাতে ছিল পতাকা। বাংলার মানুষের গৌরবোজ্জ্বল প্রাপ্তি স্মরণে ব্যতিক্রমী এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। ঢাকা থেকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনছুর আলম খাঁন।