রামপালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার রজতজয়ন্তী পালন

0
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || যথাযোগ্য মর্যাদায় রামপালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এ দিন ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড, রামপাল থানা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজে অংশ নেন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।  বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিল, মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।