ঝিকরগাছায় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিখন কেন্দ্রের উদ্বোধণ

0

ঝিকরগাছা (যশোর)া॥ সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি) এর শিখন কেন্দ্রের উদ্বোধণ করা হয়েছে। বুধবার বিকালে যশোরের দিশা সমাজ কল্যান সংস্থার আয়োজনে ঝিকরগাছাসদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে একটি কেন্দ্রের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন, ঝিকরগাছা বি এম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি) এর জেলা প্রোগ্রাম অফিসার মোঃ কামরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা প্রোগ্রামার শেখ মিজানুর রহমান, হাফেজ মারুফ বিল্লাহ, সমাজসেবক ফজলুর রহমান মন্টু, উক্ত কেন্দ্রের সভাপতি সুমি বেগম ও শিক্ষক জেসমিন সুলতানা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষাব্যূরো কর্তৃক পরিচালিত দিশা সমাজ কল্যান সংস্থার মাধ্যমে ৭০ টি স্কুল পরিচালিত হবে এবং প্রতিটি কেন্দ্রে ৮ থেকে ১২ বছরের ৩০ জন ঝরেপড়া শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবে বলে জেলা প্রোগ্রাম অফিসার মোঃ কামরুল ইসলাম জানিয়েছেন।