তালায় শহীদ মুক্তিযোদ্ধার মাজার জেয়ারত, পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মাগুরা ক্ষত্রিয় পাড়ায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন। বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, আওয়ামী লীগনেতা অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান,নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জাতির বরেণ্য সন্তান মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতা প্রিয় সকল প্রতিষ্ঠান, সংগঠন ও শতাধিক ব্যক্তি মাগুরার ক্ষত্রিয়পাড়ার বাঁশ বাগানে চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৫ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সহিত সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।