ফুলতলায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় আশ^াস প্রকল্প ও এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো- অপারেশন (এসডিসি) উদ্যোগে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জামিরা বাজার আসমোতিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সভা হয়। সহকারী অধ্যাপক আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অগ্রগতি সংস্থার কর্মকর্তা জিয়াউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক নেছার উদ্দিন, প্রভাষক তাপস কুমার মজুমদার, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী, সংস্থার কাউন্সিলর কষ্ঞ সাহা, ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মধ্যে বক্তৃতা দেয় জান্নাতুল ফেরদৌস, জান্নাতুন্নেছা জুলি, আসিফ ইশতিকার যোশি, সোহানা সুলতানা রজনী, ফারজানা হক অন্বেষা, নিশাত খানম, সাদিয়া আক্তার মিম। এ সময় বক্তরা বলেন, হতাশাগ্রস্ত ও অসহায় নারী পুরুষের মানবপাচার রোধে সচেতনতা সৃষ্টি এবং মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।