বকুল সিটি পার্ক এন্ড পিকনিক কর্নারের মালিকের বিরুদ্ধে শ্রমিক নেতার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, আওয়ামীলীগ থেকে বহিস্কৃত শামীম আরা হ্যাপী ও তার স্বামী মহসীন আলী বকুলের বিরুদ্ধে মচেক ডিজঅনারের মামলা হয়েছে। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সাগর এই দম্পত্তির বিরুদ্ধে আদালতে মামলাটি করেছেন। এ বিষয়ে তিনি গতকাল শনিবার সন্ধ্যায় শহরের হামদহ বাসস্ট্যান্ডে ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্র্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। তার অভিযোগ, মো. মহসীন আলী বকুল ও তার স্ত্রী মিসেস শামীম আরা হ্যাপী পাঁচলিয়া গ্রামে তাদের নিজস্ব মালিকানাধীন বকুল সিটি পার্ক এন্ড পিকনিক কর্নারে পুকুর খননের জন্যে তার প্রতিষ্ঠানের যন্ত্রপাতি দিয়ে কাজ করান। এ কাজে ৭ লাখ বারো হাজার টাকা পাবেন। দেনাদাররা এর মধ্যে ৩ লাখ টাকা দিয়েছেন। অবশিষ্ট পাওনা ৪ লাখ ১২ হাজার টাকার বিপরীতে ব্যাংকের দুইটি চেক প্রদান করে। কিন্তু নির্ধরিত তারিখে ব্যাংক থেকে টাকা না পেয়ে হয়রানির শিকার হতে হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংক হতে ডিজঅনার করিয়ে সেই স্লিপের মাধ্যমে মামলা করা হয়। এ বিষয়ে জাহাঙ্গীর আলম সাগরের আইনজীবী অ্যাড. সালমা খাতুন জানান, ওই দম্পতির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও তারা তারা জামিন নেন। এ বিষয়ে শামীম আরা হ্যাপী জানান, তিনি তো পাওয়ানা টাকার জন্য আদালতে মামলা করেছেন। আমরা তাকে টাকা দিয়ে দেব।