বাগেরহাটে সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

0

আলী আকবর টুটুল, বাগেরহাট ॥ সুন্দরবন একটি অপার সম্ভাবনাময় এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকার অর্থনৈতিক গুরুত্বও কম নয়। সুন্দরবন ও দণিাঞ্চলের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের েেত্র পরিবেশ রার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। বাগেরহাটে সুন্দরবনসহ দণি-পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীা শীর্ষক প্রকল্পের কার্যক্রমের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বুধবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিজাউল করিম, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন, কৌশলগত পরিবেশ সমীা (সিইএ) প্রকল্পের ডেপুটি টিম লিডার জহির উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মো. জহির ইকবাল, সিইজিআইএস প্রকল্প লিডার মুশফিক আহমেদ, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু প্রমুখ। সভায় সুন্দরবন ও দণিাঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করা সুশীল সমাজের নেতৃবৃন্দ, বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ যৌথভাবে কৌশলগত পরিবেশ সমীা প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৯ সালের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে। দণিাঞ্চলের পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন, নগরায়ন, শিল্পায়ন, পরিবহন-যোগাযোগ, নৌ-চলাচল, মৎস্য ও বন সম্পদের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কিত সমীা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই সমীা শেষ হলে সুন্দরবনসহ দণিাঞ্চলে টেকসই উন্নয়ন কৌশল প্রণয়ন করা হবে। সুন্দরবনের উপর প্রত্য, পরো ও অন্যান্য প্রভাব হ্রাসের উদ্দেশ্যে বিকল্প কৌশল প্রণয়ন সহজ হবে বলে দাবি করেছেন বক্তারা।