ফের বিচারক মিঠুন

0

লোকসমাজ ডেস্ক॥ টিভির পর্দায় তিনিই মহাগুরু। রিয়্যালিটি শোয়ে এলে মিঠুন চক্রবর্তীই পুরো শোয়ের টিআরপি। এক সংলাপেই এখনও মাত করে দিতে পারেন তিনি। আর তাই তো যে কোনও প্রযোজক সংস্থাই তাদের শোয়ে চান মিঠুন চক্রবর্তীকেই। এবার সেরকমই এক ব্যবস্থা করে ফেলল কালারস। মিঠুন চক্রবর্তীকে বিচারক বানিয়ে এবার আসতে চলেছে নতুন রিয়্যালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও।
সুপারস্টার হওয়ার পথটা মিঠুনের কাছে সহজ ছিল না।
অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা দিয়েই নিজের জমি নিজেই বানিয়েছেন। উত্তর কলকাতার মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে বলিউডের উজ্জ্বল তারকা। মিঠুন চক্রবর্তী মানেই সিনেমার একটা যুগ। বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই।
নতুন এই রিয়্যালিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, আমি বরাবরই বিশ্বাস করি, আমাদের দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার এটাই সেরা শো। এই জন্য কালারস চ্যানেলকে ধন্যবাদ। এর আগে খবরে এসেছিল ধারাবাহিকে অভিনয় করছেন মিঠুন। শোনা গিয়েছিল এই ধারাবাহিকে অভিনয় করার জন্য নাকি পারিশ্রমিক কমিয়েও দিয়েছিলেন মিঠুন।