যবিপ্রবিতে কম্পিউটার ল্যাব উদ্বোধন

0

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্ট (আমরিন) কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ল্যাবের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এ জন্য প্রয়োজন দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনশক্তি। শিক্ষার্থীদের সেই প্রযুক্তি জ্ঞান অর্জনের জন্য ল্যাবটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ^াস করি।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ^াস, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান, সহযোগী অধ্যাপক ড. মো. অছিকুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি., সহ-সম্পাদক ড. মো. আব্দুর রউফ সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি