রাজধানীতে যানজট

0

লোকসমাজ ডেস্ক॥ সপ্তাহের প্রথম কার্যদিবসে এমনিতেই রাজধানীর রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে। এছাড়া এসএসসি পরীক্ষা থাকায় সকাল থেকেই রাজধানীতে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। রোববার (১৪ নভেম্বর) এসএসসি পরীক্ষা থাকায় সকাল থেকে রাজধানীর মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট, শাহাবাগ এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। সকাল ১০টার দিকে মিরপুর-১ নম্বর থেকে আজিমপুরের উদ্দেশ্য বাসে ওঠেন আরিফুল ইসলাম। প্রতিদিনই তিনি এই রুটে বাসে যাতায়াত করেন। তিনি বলেন, ১০টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বর থেকে মিরপুর মেট্রো সার্ভিসের একটি বাসে উঠি। মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত আসতেই লেগে গেছে ১ ঘণ্টার মতো। এত সময় এর আগে কখনো লাগেনি। পরে আজিমপুরে প্রায় আড়াই ঘণ্টা পর পৌঁছাই। কলাবাগান এলাকার একজন যাত্রী বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি। প্রতিদিনই আমার বাইরে কাজে যেতে হয় কিন্তু আজকের মতো এত জ্যাম আমি এর আগে দেখিনি। দেখা গেছে, বাংলামোটর, শাহবাগের যানজট তো রয়েছেই। রোববার যানজটের দুর্ভোগ থেকে বাদ পড়েনি নগরের বিভিন্ন সড়কে বা গলিতে আটকেপড়া মনুষও। সায়েন্সল্যাব এলাকার ট্রাফিক পুলিশের দায়িত্ব থাকা সিদ্দিকুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা থাকায় সকাল থেকেই জ্যাম লেগেই আছে। নিয়ন্ত্রণ করতে খুব হিমশিম খেতে হচ্ছে৷