শরণখোলায় বাল্যবিবাহ নিরোধ ও কোভিড-১৯ এর প্রভাব হ্রাস

0

শরণখোলা সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ নিরোধ ও কিশোরীদের উপড় কোভিড-১৯ এর প্রভাব হ্রাস বিষয়ক পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় উপজেলার অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ভয়েস অব সাউথ বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ হাই, শরনখোলা থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিবাহের নানামুখী সংকট তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রশাসন,জনপ্রতিনিধি,সুশীল সমাজ সহ সচেতন মহলকে বাল্যবিবাহ নিরোধে আন্তরীক ভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আনুষ্ঠানিক ভূমিকার চেয়ে বাস্তবমুখী ভূমিকা গ্রহন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সবাই মিলে ঝাপিয়ে পড়তে পারলে তবেই এ অভিশাপ থেকে সবাই মুক্তি পাবো। বাল্যবিবাহ নিয়ন্ত্রনে তিনি সন্তানদের মা- বাবা সহ অভিভাবকদের আরও বেশী সচেতন হওয়ার পরামর্শ দেন। উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনিষ্ঠিত হয়।