গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড কর্তৃক প্রতারিতরা টাকা ফেরত পেতে হস্তক্ষেপ চান প্রধানমন্ত্রীর

0

স্টাফ রিপোর্টার ॥ ই-কমার্স প্রতিষ্ঠান গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড লিমিটেড কর্তৃক প্রতারিত যশোরের গ্রাহকেরা তাদের ৭ কোটি ২ লাখ টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বুধবার দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে প্রতারিত গ্রাহকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর শহরের বকচর হুশতর এলাকার বাসিন্দা গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড লিমিটেডের গ্রাহক রফিকুল ইসলাম লিটন। তিনি বলেন, সুবিধা দেয়ার কথা বলে প্রতিষ্ঠানটি তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৭ লাখ টাকা। এছাড়া তার পরিচিত গ্রাহক আসাদুজ্জামান সাদ্দামের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা, হাসান আলী হাবিবের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা, নাজমুল হাসানের কাছ থেকে ৪ লাখ টাকা, জুয়েল রহমানের কাছ থেকে পৌনে ৯ লাখ টাকা এবং আবুল কাশেমের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতিষ্ঠানটি। আর যশোর জেলার ২৪শ’ গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে ৭ কোটি ২ লাখ টাকা। তিনি বলেন, তারা গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড লিমিটেড কর্তৃক প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হওয়ায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে তারা তাদের টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। সংবাদ সম্মেলনে গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড লিমিটেড কর্তৃক প্রতারিত বেশ কয়েকজন নারী ও পুরুষ গ্রাহক উপস্থিত ছিলেন।