খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় মঞ্জু :সরকার বিরোধী দল ও মত দমনে অধিক মাত্রায় বেপরোয়া

0

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের নানা অপকর্মে দেশ এখন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে চরম ব্যর্থ বর্তমান অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত করে বাকশালী কায়দায় বিরোধী দল ও মত দমনে এখন অধিক মাত্রায় বেপরোয়া। গতকাল বুধবার দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস, ৪ নভেম্বর বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম এর ৩য় মৃত্যুবার্ষিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, ৬ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সহ-সভাপতি মরহুম এসএম মোরশেদ আলমের ৯ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র উদ্ধারে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্য মঞ্জু আরো বলেন, এটা শুধু একা বিএনপির সংগ্রাম নয়। এটা পুরো জাতির সংগ্রাম। এ থেকে উদ্ধার পেতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় সর্বসম্মতি ক্রমে আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৫ নভেম্বর শুক্রবার যশোরের কর্মসূচিতে যোগদান, ৬ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে এসএম মোরশেদ আলমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ওড়ানো, দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সিদ্ধান্ত গৃহীত হয়। -বিজ্ঞপ্তি