ছাত্রলীগের সংঘর্ষের পর চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার রাইজিংবিডিকে এসব তথ্য জানান। এর আগে সকাল ১০টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হন। তারা হলেন- নাইমুল ইসলাম (২০), মাহফুজুল হক (২৩) এবং আকিব হোসেন (২১)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চমেকে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ও শনিবার দুই দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।