চৌগাছায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকাকে সমর্থন না করলে বহিষ্কার!

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা হয়েছে। বৃহ¯পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের দু’দিনের আল্টিমেটাম দেয়া হয়। এতে বলা হয়, ৩০ অক্টোবরের মধ্যে সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীকে সমর্থন না করলে তাদের দলীয় পদ-পদবী থেকে বহিষ্কার করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।
জরুরি ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। ফুলসারা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ১১ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আওয়ামীলীগের যারা নৌকার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তারা সংবাদ সম্মেলন করে নৌকার পক্ষে সমর্থন করবেন। অন্যথায় তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য তালিকা কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে।