ডুমুরিয়ায় নৌকা প্রতীকের কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী হাসপাতালে

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর পরই কয়েকটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমার্থকরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিপক্ষ প্রার্থী ও তার কর্মী-সমর্থক সম্পর্কে অশ্লীল, অশোভন ও উস্কানীমুলক কথা বার্তা বলা ও ভোটারদের ভয় ভীতি ও হুমকি ধামকির ঘটনায় সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে প্রতিপক্ষ প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। আতংকিত হয়ে পড়েছে সাধারন ভোটাররা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পরিস্থিতি সহিংসতায় রুপ নিচ্ছে । গত বুধবার রাতে ডুমুরিয়ার সাহস ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী, ওই ইউনিয়নেে সাবেক চেয়ারম্যান মোল্ল্যা মাহবুর রহমানের ৫ কর্মীকে নৌকা প্রতিকের কর্মীরা এলোপাতাড়ি মারপিট করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নোয়াকাঠী গ্রামের পিনু মোল্লা ( ৩৫), কুমারঘাটা গ্রামের আব্দুল্লাহ (২২), কবীর হোসেন (৩৮), আছাদুল ইসলাম খান ও জাহাঙ্গীর শেখ ( ৩৮)। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোল্ল্যা মাহাবুর রহমান জানান, বুধবার রাতে আমি নোয়াকাটির বটতলা এলাকায় একটি চায়ের দোকানের সামনে কর্মী সমাথকদের নিয়ে আলোচনা করছিলাম, এসময় নৌকার প্রাথী শেখ আব্দুল কুদ্দুসের ভাই হায়দার আলী ও তার ভাতিজা নেতৃত্বে একদল যুবক লাঠি সোটা ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আমার কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়, এ ঘটনায় আমার ৫জন কর্মী রক্তাক্ত জখম হয়। তবে এ ব্যাপারে হায়দার আলী বলেন, আনারসের কর্মীরা সম্মিলিত হয়ে নৌকার বিপক্ষে আপত্তিকর কথা বলছিল তাই তাদের মারপিট করা হয়েছে, মারামারির ঘটনায় তারাও আমাদের দুজনকে মেরে আহত করছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ উবাইদুর রহমান বলেন, নোয়াকাটির ঘটনায় কোন পক্ষই অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, নির্বাচন সম্পূর্ন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হবে। কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সহনশীল আচরন করার আহবান জানান।