ইউপি নির্বাচন : ঝিকরগাছার গঙ্গানন্দপুরে আনারস প্রতীকের মাইক ভাংচুরের ঘটনায় রিটাণিং অফিসার বরাবর লিখিত আবেদন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আসন্ন আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদুর রহমান শিপলুর প্রচার মাইক ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বিশহরি গ্রামে। এ ঘটনায় শুক্রবার সকালে শাহেদুর রহমান বাদি হয়ে রিটাণিং অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদন সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আনারস প্রতীকের প্রচার মাইক বিশহরি কলঘর নামকস্থানে পৌছলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমানের পুত্র মেহেদী হাসানের নেতৃত্বে একই গ্রামের আরশাদ আলীর ছেলে সেলিম, বাবুর ছেলে সাগর, গহর আলীর ছেলে ইমামুল, জুল হোসেনের ছেলে ই¯্রাফিল, নুর মোহাম্মেদের ছেলে রাসেল, কাশেম আলীর ছেলে শরিফুল অতর্কিত হামলা চালিয়ে আনারস প্রতীকের প্রচার মাইক ও ভ্যান ভাংচুর করেছে। এছাড়া এলাকায় ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করতে গত ২৭ অক্টোবর গভীর রাতে নৌকা প্রতীকের সমর্থরা বিশহরি গ্রামে দুটি বোমার বিস্ফোরন ঘটিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হত্যাকান্ডের শিকার শহীদ আব্দুল জলিলের পুত্র আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতীকের সতন্ত্র শাহেদুর রহমান শিপলু। জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটাণিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি এম কামরুজ্জামান লিখিত অভিযোগ পেয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।