সরকারকে বিব্রত করতে সংখ্যালঘুদের মৃত্যু ও ধর্ষণের গুজব ছড়ানো হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ কিছু অতি উৎসাহী সংবাদমাধ্যম ও ব্যক্তি ধর্মীয় সম্প্রীতিতে প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনা সরকারকে বিব্রত করতে দুর্ভাগ্যজনকভাবে সংখ্যালঘুদের মৃত্যু ও ধর্ষণের গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িত সকলে গ্রেফতার হয়েছে ও বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং যেসব বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে সেগুলো নির্মাণ করে দেয়া হয়েছে ও অন্যরা ক্ষতিপূরণ পেয়েছেন বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ধর্মীয় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন।’ তিনি বলেন, তাদের মধ্যে চারজন মুসলিম। তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ কর্তৃক নিহত হয়। আর দুইজন হিন্দু মারা গেছেন; যাদের একজন স্বাভাবিকভাবে ও অন্যজন পানিতে ডুবে মারা যান। এ ধরনের ঘটনা এড়াতে পূজা আয়োজকদের তাদের মণ্ডপ শূন্য রেখে চলে যাওয়া উচিত না বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র : ইউএনবি