অপদ্রব্য ঢোকানো ২১শ কেজি চিংড়ি জব্দ, ১১ জন দণ্ডিত

0

লোকসমাজ ডেস্ক॥ খুলনার রুপসায় চিংড়িতে অপদ্রব্য ঢুকিয়ে ওজন বাড়ানোর দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দণ্ডিতদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে সাজাপ্রাপ্তদের নাম পরিচয় জানা যায়নি। দণ্ডিতদের মধ্যে চিংড়িতে অপদ্রব্য ঢুকিয়ে ওজন বাড়ানোর দায়ে পাঁচ জনকে দুই মাস করে এবং এই চিংড়ি পরিবহনের দায়ে ছয় জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়ওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে খুলনার রুপসা সেতুর টোল এলাকায় অভিযান চালিয়ে অপদ্রব্য ঢোকানো দুই হাজার ১৬০ কেজি কেজি চিংড়ি, দুটি ট্রাক, একটি পিকআপ এবং ১০ কেজি জেলি পাউডারসহ এই ১১ জনকে আটক করে কোস্টগার্ড। কোস্ট গার্ডের বাগেরহাটের মোংলাস্থ পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে খুলনার রুপসা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে অপদ্রব্য ঢোকানো দুই হাজার ১৬০ কেজি কেজি চিংড়ি, দুটি ট্রাক, একটি পিকআপ এবং ১০ কেজি জেলি পাউডারসহ ১১ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।