গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলায় মাতলেন চুড়ামনকাটির মানুষ

0

চুড়ামনকাটি ( যশোর) সংবাদদাতা ॥ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলায় মাতলেন যশোর সদরের চুড়ামনকাটির নারী-পুরুষরা। সোমবার বিকেলে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সামনে এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়। শ শ দর্শক খেলা উপভোগ করেন। চুড়ামনকাটি বাজারে লাঠিখেলার আয়োজন করেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না। খেলায় অংশ নেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের চারটি দল।
খেলার পরিচালক আব্দুর রশিদ জানান, তার টিমে বর্তমানে ৩০ জন সদস্য আছেন। তবে আগের মত আর জনপ্রিয় নেই খেলাটি। এই পেশার সাথে জড়িতরা অনেক কষ্টে দিনযাপন করে থাকেন। ফলে নতুন করে কেউ আর এই পেশায় আসতে চান না। তবুও মানুষের একটু আনন্দ দিতেই তারা এই খেলাটি ধরে রেখেছেন। তিনি আরও বলেন খেলায় বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করায় অনেকে খেলাটি পছন্দ করেন না। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না বলেন গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে তিনি এই খেলার আয়োজন করেন। খেলাটির মাধ্যমে বর্তমান প্রজন্ম বাঙালির ঐহিত্য জানতে পারলো। তিনি এই শিল্পকে বাঁচাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। খেলা দেখতে আসা দোগাছিয়া গ্রামের ৮০ বছরের আয়ূব বিশ্বাস কিছু সময়ের জন্য শৈশবে ফিরে যান। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি দেখতে কয়েক গ্রামের হাজার হাজার লোক ভিড় করেন। এই খেলায় অংশগ্রহণকারীরা জানান,সরকার চাইলে তারা গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে পারেন।