মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে বারাকপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সাংবাদ সম্মেলন

0

শেখ বদরউদ্দিন, ফুলবাড়িগেট (খুলনা)॥ দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আনছার উদ্দিন সোমবার সকাল ১০ টায় লাখোহাটিতে চারবাড়ির মোড় সংলগ্ন পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তার সর্মথকদের ওপর নির্বাচনের পর থেকে পেশী শক্তিপ্রয়োগ, অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দ্বারা তার অনুসারিদের ভয়ভীতি প্রদর্শন, বাড়ি বাড়ি হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন চলতি মাসের ২১ তাং আমি মামলা সংক্রান্ত কাজে আমার আইনজীবী এ্যাডভোকেট সুজিত অধিকারি কাছে এবং আবার পুত্র মোঃ তানভির দৌলতপুর তার ব্যাবসায়িক প্রতিষ্ঠানে ছিলো যার সময় এবং তাং সিসি ফুটুজে সংরক্ষিত আছে । ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যাপক বোমাবাজি, গোলাগুলি ত্রাসের রাজত্ব কায়েম করে। ভোটের দিন জোরপুর্বক পোলিং এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাধারন মানুষ পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আসছিলো সে সময়ে এটা আড়াল করতে আমি সহ ১৪ জনের নামে প্রশাসনকে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে , তিনি অতিদ্রত এ সকল গঠনার পুর্নতদন্ত ও পুনরায় সুষ্ঠ নির্বাচনের দাবি জানান। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গাজী জাকির হোসেন তার সন্ত্রাসী বাহিনী প্রধান আজাদ ও তার ভাই সাইদুল বারাকপুরের আলম, পাভেল গাজী, হিমেল গাজী, জাহাঙ্গির, সেলিম, ইলিয়াজ, ইখলাছসহ ২০/২৫ জনের একটি ক্যাডার বাহিনী আমার সমর্থকদের উপর নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত নির্যাতনের ষ্টিমরোলার চালিয়ে আসছে । এ ব্যাপারে তিনি প্রশাসনের উদ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন।