শার্শায় ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি চাল নিয়ে অনিয়মের অভিযোগ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামে সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শামছুজ্জামান ওরফে বুলুর বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেন,গত মাসের ভিজিডির ৩০ কেজি চাল ডিলার আসাদের মাধ্যমে কয়েক দিন বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন জনের নামে চাল উত্তোলন করা হলেও প্রকৃত কার্ডধারীরা পাননি। এনিয়ে ভুক্তভোগীরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর শনিবার দুপুরে ভুক্তভোগীদের মাঝে ৯ বস্তা চাল বিতরণ করা হয়। এ সময় বিতরণ না করা ১৪ বস্তা চাল উদ্ধারের দাবি করেন গ্রামবাসী। আমলাই গ্রামের ভুক্তভোগী আব্দুল মজিদ ও মোস্তাফ রহমান জানান, দীর্ঘ দিন যাবৎ খাদ্যবান্ধব কর্মসূচির আওয়াতায় সরকারের দেওয়া ভিজিডির ৩০ কেজি চাল পেয়ে আসছি। এবার মাসের চাল উত্তোলন করতে যাওয়ার সময় জানতে পারি আমাদের চাল কে বা কারা তুলে নিয়েছে। এসময় ইউপি সদস্য বুলু বলেন, পরে চাল পাবেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে দেওয়ার তিনি ডিলারকে বলে ৭ বস্তা ও আমলাই গ্রামের জনৈক সুজনের কাছ থেকে উদ্ধার করা ২ বস্তা মোট ৯ বস্তা চালের ব্যবস্থা করে দেন। পরে সেই ৯ বস্তা চাল ভুক্তভোগী ১৪ পরিবারের মাঝে বণ্টন করে দেওয়া হয। অভিযুক্ত ইউপি সদস্য শামছুজ্জামান বুলু জানান, চেয়ারম্যান ও ডিলারের কাছে জেনে নিন বলে ফোনটা রেখে দেন। গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ জানান,‘বিষয়টি তেমন কিছু না, কার্ড পরিবর্তন করার জন্য ১৪ টি কার্ড ইউপি সদস্য বুলু রেখে দেন। পরে ভুক্তভোগীদের অভিযোগ পাওয়ার পর তাদের কার্ডের চাল আমি দিয়ে দেই।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীফ রেজা জানান, ‘বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে একটি তদন্ত টিম ঘটনাস্থলে পাঠাবো।’তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।