খুলনার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি অস্ত্রসহ কুষ্টিয়ায় আটক

0

স্টাফ রিপোর্টার ॥ খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে কুষ্টিয়া থেকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  আটক সাজাপ্রাপ্ত আসামির নাম এম হাদিউজ্জামান ওরফে আরিফ (৪৫)। তিনি খুলনার খালিশপুরের আলমনগরের পালপাড়া এলাকার এফ এম ওবাইদুল্লাহর ছেলে।
খালিশপুর থানা পুলিশের এসআই মো. আব্দুল হালিম জানান, আরিফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এই মামলায় তাকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- প্রদান করেন আদালত। এছাড়া আরো একটি মামলায় তিনি ২ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এই মামলায় ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ মাসের কারাদ- প্রদান করেন আদালত। দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি আরিফ পলাতক ছিলেন। গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কালী শংকরপুরস্থ বিএডিসি’র জনৈক তরিকুল ইসলামের ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক আরিফের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা করা হয়েছে।