শার্শায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হুমকি পোস্টমাস্টারকে

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর শার্শা উপজেলার যাদবপুর পোস্ট অফিসে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে পোস্টমাস্টারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যাদবপুর পোস্ট অফিসের সাব-পোস্টমাস্টার হযরত আলী। অভিযোগে জানা গেছে, গত বুধবার বেলা তিনটায় অফিস চলাকালীন সময়ে হযরত আলীর মোবাইল ফোনে ০১৭২১১৩৪৩০৪ নম্বর থেকে একটি কল আসে। ফোনে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে (হযরত আলী) হত্যা, তার হাত-পা কেটে নেয়াসহ পরিবারের সদস্যদের ধরে নিয়ে আসার হুমকি দেয় সে। এ ঘটনায় যাদবপুর পোস্ট অফিসের কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে হযরত আলী জানান, তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এছাড়া বৃহস্পতিবার তিনি শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম খান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় আনা হবে।