চৌগাছায় ইউপি নির্বাচনে অংশ নেবে না বিএনপি

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এমনটিই জানিয়েছেন উপেজলা বিএনিপর আহ্বায়ক জহুরুল ইসলাম। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান পদে শতাধিক প্রার্থী এবং মেম্বর পদে কয়েকশ প্রার্থী মাঠে-ময়দানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। উপজেলার ফুলসারা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা দলীয় মার্কা নিয়ে নির্বাচন করে থাকেন। সেই হিসেবে চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নেই আওয়ামীলীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি বিএনপি কেন্দ্রীয়ভাবে এই সরকারের অধীনে সকল নির্বাচন বয়কটের ঘোষণা দিলে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আর মাঠে নামেননি। তাদের মধ্যে দুই একজন দুই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আশা করলেও বেশিরভাগ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ ব্যাপারে উপজেলা বিএনিপর আহবায়ক জহুরুল ইসলাম বলেন, আমাদের দল এই সরকারের অধীনে সকল নির্বাচন বয়কট করেছে। যে কারণে চৌগাছা উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। তিনি আরো বলেন, তবে কেউ যদি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন তাতে দলের কোনো আপত্তি থাকবে না।