নিম্নচাপের প্রভাবে খুলনায় বৃষ্টি-জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

0

খুলনা সংবাদদাতা॥ নিম্নচাপের কারণে খুলনায় ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কসহ নিম্ন এলাকায় তলিয়ে গেছে। সড়কে কাদাপানি ও বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পরও কিছুই সমাধান হয়নি। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার পরও সেসব এলাকার জলাবদ্ধতা আগের মতোই রয়ে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার তিন থেকে চার ঘণ্টা পরেও জলাবদ্ধ থাকে অনেক এলাকায়। বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোনাডাঙ্গা, শিববাড়ি মোড়, সাতরাস্তা মোড়, শান্তিধাম মোড়, পিটিআই মোড় পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে রাস্তার ময়লা-আবর্জনাও উপরে উঠে এসেছে। রাস্তার পাশের মুদি দোকান, কনফেকশনারিসহ দোকানগুলোতে পানি প্রবেশ করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে পথচারীসহ ছোট-বড় যানবাহন চলাচলে দেখা দেয় বিঘ্নতা। যাত্রীদের অনেক ভোগান্তি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর মিস্ত্রিপাড়া, বাইতি পাড়া, রয়্যালের মোড়, পিটিআই মোড়, সাত ইসলামপুর সড়ক, শামসুর রহমান রোড, খানজাহান আলী রোড, টুটপাড়া, দোলখোলা, আহসান আহমেদ রোড, শেখপাড়া, তেঁতুলতলা, বিআইডিসি রোড, গোবরচাকা, এম এ বারি লিংক সড়ক, শিপইয়ার্ড সড়ক, মোক্তার হোসেন সড়ক, মুজগুন্নি আবাসিক, নিরালা, গল্লামারী, খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খালিশপুর এলাকার সালা উদ্দিন বলেন, জলাবদ্ধতার জন্য একদিকে যেমন রাস্তার অবকাঠামো নষ্ট হচ্ছে অন্যদিকে জনদুর্ভোগ বাড়ছে। জলাবদ্ধতা জেনো বিষফোঁড়া হয়ে উঠেছে নগরবাসীর জন্য। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, লঘুচাপের কারণে খুলনা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার ভোর ৬টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত খুলনায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।