৬৫ ঘণ্টার সফরে মোদীর ২০ বৈঠক

0

লোকসমাজ ডেস্ক॥ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফর বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। মাত্র ৬৫ ঘণ্টার ওই সফরে মোট ২০টি বৈঠক করেছেন মোদী। রোববার দেশটির কেন্দ্রীয় সরকার সূত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার পথে প্লেনের মধ্যেই চারটি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। গত বুধবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাওয়ার পথে প্লেনে দুটি বৈঠক করেন তিনি। এরপর হোটেলে পৌঁছে আরও তিনটি বৈঠকে যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী।
সেপ্টেম্বরের ২৩ তারিখ পাঁচটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এরপর বসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। সেদিন জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করেন ভারতের সরকারপ্রধান। অংশ নেন আরও তিনটি অভ্যন্তরীণ বৈঠকে। পরদিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। চার দেশের উপস্থিতিতে অংশ নেন কোয়াড জোটের বৈঠকে। সেদিন অভ্যন্তরীণ আরও চারটি বৈঠক করেন এ ভারতীয় নেতা। ২৫ সেপ্টেম্বর ভারতে ফেরার পথেও প্লেনের ভেতর দুটি বৈঠক সারেন নরেন্দ্র মোদী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস