যশ-নুসরাতের কাণ্ড

0

লোকসমাজ ডেস্ক॥ সিঁথিতে সিঁদুর, কোনো রাখঢাক নেই। যশ দাশগুপ্তর হাত ধরেই কলকাতার পুরভবনে এলেন নুসরাত জাহান। পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডা. সুব্রত রায় চৌধুরীর ঘরে গিয়ে করোনা ভ্যাকসিন নিলেন। তারপর রুদ্ধদ্বার বৈঠক পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ববি হাকিমের ঘরে। বৈঠকের বিষয়বস্তু কি? নুসরাত কিংবা ববি হাকিম কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। কিন্তু জানা গেছে, ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেট নিয়েই নাকি দু’পক্ষের কথা হয়েছে। বাবার নাম ছাড়া বার্থ সাটিফিকেট চাইছেন নুসরাত। মাতৃ পরিচয়েই বড় করতে চান ঈশানকে।
সেই ব্যাপারে আইনগত খুঁটিনাটি বিষয়ে যশরত কথা বলেন ববি হাকিমের সঙ্গে। কোভিড ভ্যাকসিন নিতে তাদের দেরি হয়েছে স্বীকার করে যশ ও নুসরাত দু’জনেই জানান, নুসরাত গর্ভবতী থাকায় এই বিলম্ব। যশের বিদেশ যাওয়ার কথা আছে। ৮৪ দিন পরে সেকেন্ড ডোজ নিলে তার বিদেশ যাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি বিদেশ যাওয়ার জন্য ২৮ দিন বাদে ভ্যাকসিন নিতে পারেন কিন্তু কিছু কঠোর বিধিনিষেধ মানতে হবে।