সিএনজি স্টেশন ১৫ সেপ্টেম্বর থেকে ৬ ঘণ্টা বন্ধ

0

লোকসমাজ ডেস্ক॥ যানবাহনে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সীমিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত কার্যকর করতে বিভাগটির পক্ষ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
সূত্র জানায়, রোববার মন্ত্রণালয়ের সহকারী সচিব সায়মা আক্তারের সই করা চিঠিটি পাঠানো হয়। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ার) গ্যাসের চাহিদাও বেড়ে যায়। মূলত এই কারণে ওই সময় সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে, মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। গত ১৯ জুলাই গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন নিয়ে বৈঠকে সিএনজি স্টেশন বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে এবং প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি হয়।