‘নাইট পার্টি’তে লোমহর্ষক গল্প

0

লোকসমাজ ডেস্ক॥ ‘শহরের মানুষগুলো যখন ঘরে ফেরেন তখন রাতুল রোজগার শুরু করেন। সারা রাত বিভিন্ন পয়েন্টে যাত্রী উঠায় সিএনজিতে। পথিমধ্যে বিভিন্ন নাটকিয়তার মাধ্যমে যাত্রীদের থেকে কেড়ে রাখে সবকিছু। এই চক্রের লিডার মনির ভাই। একদিন প্রিতী নামে একজন যাত্রী রাতুলে সিএনজিতে ওঠে। প্রিতী মায়ের জন্য রক্ত সংগ্রহে বের হচ্ছেন। কিন্তু রাতুল তাকে নিয়ে যায় তাদের আস্তানায়। সেখানে প্রিতীকে ধর্ষণ করে সে। এক পর্যায়ে প্রিতীকে গুলি করে মারে রাতুল। পরে জানা যায় প্রিতী লিডার মনির ভাইয়ের মেয়ে। এমন লোমহর্ষক গল্প নিয়ে এগিয়ে যায় ‘নাইট পার্টি’ নামের শর্ট ফিল্ম।
ডেডলাইন মাল্টিমিডিয়া প্রযোজিত এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপু আহমেদ। তার চরিত্রের নাম রাতুল। আর প্রিতী চরিত্রে অভিনয় করেছেন মারিয়া মিম। রহমান রাহুলের পরিচালনায় এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাব্বির আহমেদ সোহাগ।
অপু আহমেদ এক যুগ আগে নবনাট নাট্যদলের সদস্য হয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। পরে টিভি নাটকে অভিনয় শুরু করেন। ‘প্রেমহীন এই শহরে’, ‘অপেক্ষা’, ‘শবনমের দ্বিতীয় গল্প’ ও ‘বাবা মজিদ’ নামে খণ্ড নাটকে অভিনয় করে প্রশংসিত হন অপু।