মোহাম্মদপুরে ভেজালবিরোধী অভিযানে ৯ জনকে ৩ লাখ জরিমানা

0

লোকসমাজ ডেস্ক॥ ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী র‌্যাবের সব ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।সারাদেশে অভিযানের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভেজাল খাদ্য সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে নয়জনকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-২ এর মেজর রুহুল আমীনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ধানমন্ডি ভূমি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মো. আব্দুল করিম।
অভিযান শেষে র‌্যাব-২ এর মেজর রুহুল আমীন বলেন, মোহাম্মদপুরের কয়েকটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রান্না ঘরে ঢুকে দেখা যায়, তারা অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করছে। ফ্রিজের মধ্যে রান্না করা খাবার ও কাঁচা মাংস একসঙ্গে রাখা হয়েছে। দই রেখেছে তার কোনো লেভেল পাওয়া যায়নি।
এসব অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় দুটি অভিযান পরিচালনা করে ৯ জনকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
র‌্যাবের ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।