ডাক্তার-আইনজীবীর কর ফাঁকি: ব্যবস্থা নিতে দুদকের সুপারিশ

0

লোকসমাজ ডেস্ক॥ গ্রাহক সেবার মাধ্যমে চিকিৎসক ও আইনজীবীদের অর্জিত অর্থ থেকে সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছে কি না তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এনবিআরের দেওয়া এক চিঠির মাধ্যমে দুদক এই সংক্রান্ত ব্যক্তিদের খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
দুদক জানিয়েছে, এনবিআরকে চিকিৎসক ও আইনজীবীদের আয়কর বিবরণী সঠিকভাবে যাচাই-বাছাই করা এবং ফাঁকি থাকলে তা বের করে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের অধীনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, সংশ্লিষ্ট পেশার কর ফাঁকি রোধ, যথাযথভাবে করের আওতায় আনতে এবং সরকারের রজস্ব আহরণ বাড়াতে এই সুপারিশ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘আমরা চাচ্ছি যে ডাক্তার এবং আনজীবী, তারা ক্লায়েন্টদের থেকে যে টাকা গ্রহণ করেন, তাদের সেবার জন্য এই ক্ষেত্রে যদি তাদেরকে (সেবাগ্রহীতা) রসিদ দেওয়া হয়, অর্থ গ্রহণ করে যদি রশিদ দেওয়া হয় তাহলে এটি এনবিআরে হিসেবে আসে। তখন ট্যাক্স ফাইলটা আপডেট করা সহজ হবে। সরকারের রাজস্ব আয় বাড়বে। এটা কমিশনের একটা অবজারভেশন। এ বিষয়ে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে।’