ঝিকরগাছায় এসপিসি অ্যাকাউন্ট হ্যাক করে টাকা উত্তোলনের অভিযোগে মামলা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় প্রতারণার মাধ্যেমে এসপিসি অ্যাকাউন্ট ও আইডি হ্যাক করে ১ লাখ ৬৮ হাজার টাকা উঠিয়ে নেয়ার ঘটনায় দু প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেন, মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে আব্দুস সালাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুস সালাম তিন শতাধিক অ্যাকাউন্টের মাধ্যেমে দীর্ঘদিন ধরে এসপিসি সংস্থার সাথে আইডি বিজ্ঞাপন যাচাই-বাছাই করে আসছেন। সম্প্রতি ঝিকরগাছা উপজেলার মহিনীকাঠি গ্রামের আবু খায়েরের পুত্র ও আব্দুল ওহাবের ভাগ্নে আরিফ হোসেন প্রতারণার মাধ্যেমে আব্দুস সালামের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে ১ লাখ ৬৮ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেন। বিষয়টি জানতে পেরে আব্দুস সালাম এসপিসির হেড অফিসে যোগাযোগের মাধ্যেমে ওই টাকা আরিফ হোসেনের অ্যাকাউন্টে ঢুকেছে বলে জানতে পারেন। আব্দুস সালাম তার বাড়িতে গেলে প্রথমে টাকা ফেরত দিতে রাজি হন। কিন্তু আব্দুস সালাম ২৯ আগস্ট আবারও আরিফ হোসেনের বাড়িতে গেলে টাকা দিতে অস্বীকার করেন এবং এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে খুন জখমসহ লাশ গুম করারও হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঝিকরগাছা থানার এস আই আবু সুফিয়ান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত আরিফ হোসেন বলেন, তিনি কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেননি।