ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে উপ-মন্ত্রীর ঢেউটিন-টাকা বিতরণ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বুধবার সকাল ১০ টায় ঘুর্নিঝড় ইয়াস এ ক্ষতিগ্রস্ত ১৩৪ টি পরিবার এবং ০৪ টি প্রতিষ্ঠানকে ২৩৫ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৭ লক্ষ ৫ হাজার টাকা বিতরন করেন।
একই সময়ে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য আনসার ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ দপ্তর এবং মৎস্য দপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি এবং বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন, পরে খামারীদের মাঝে ভিটামিন ও ঔষধ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষ রোপন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন, ওসি মো. সামসুদ্দীন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ।