অবৈধ মজুদদারদের দখলে মাগুরার পাটের বাজার

0

মাগুরা সংবাদদাতা॥ কৃষকদের কাছ থেকে সরাসরি পাট কিনতে পারছেন না ব্যবসায়ীরা। কেননা কৃষকরা এখন হাটে পাট আনছেন না। অবৈধ মজুদদারদের দখলে চলে গেছে মাগুরার পাটের বাজার। তারা দালালের মাধ্যমে কৃষকের বাড়ি বাড়ি থেকে স্বল্পমূল্যে পাট ক্রয় করে মজুদ করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ফলে, পাটের বাড়তি দাম পাচ্ছেন না প্রান্তিক কৃষকরা। গত বছর এ সময় জেলার পাটের ছিল জমজমাট। এবার ভরা মৌসুমেও প্রকৃত ব্যবসায়ীরা পর্যাপ্ত পাট কিনতে পারছেন না। বাজারে বর্তমানে শ্যামলা পাট ৩ হাজার ১শ’ টাকা, মিল শার্ট পাট ২ হাজার ৯শ’ টাকা ও অন্যান্য পাট ২ হাজার ৬শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে ।
মাগুরা নতুন বাজারের ব্যবসায়ী বিশ্বাস ট্রেডার্সেও সত্ত্বাধিকারী আমিনুর রহমান বলেন, আমরা পাটের বৈধ লাইন্সেসধারী ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এ বাজারে ব্যবসা পরিচালনা করছি। বর্তমানে ভরা মৌসুমে আমরা পাট কিনতে পারছি না। কৃষকরা এখন হাটে পাট নিয়ে আসছে না। গত বছর এ সময় পাটের বাজার ছিল খুবই জমজমাট। দামও ছিল ভালো। বাড়তি দাম পেয়ে কৃষকরা খুশি ছিল। বর্তমানে কিছু অবৈধ মজুদদারের দখলে চলে গেছে পাটের বাজার। তারা কৃষকের বাড়ি বাড়ি থেকে পাট কিনে মজুদ করছে। বাজার যখন চড়া হচ্ছে, ঠিক তখন তারা আমাদের কাছে বিক্রি করছে। ফলে প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। নতুন বাজারের অপর ব্যবসায়ী উত্তম কুমার বলেন, বর্তমানে পাটের বাজার খুবই মন্দা। আশানুরুপ পাট কিনতে পারছি না। সপ্তাহে ২ দিন হাট। আমরা প্রকৃত কৃষকের কাছ থেকে পাট কিনতে পারছি না। কেননা তারা আর পাট হাটে বিক্রি করতে আসছে না। আমাদের গুদামেও মজুদ নেই পর্যাপ্ত পাট। ফলে এবার মিলে পাট দেওয়া নিয়ে আমরা রয়েছি শঙ্কিত। চলতি বছর জেলায় ৩৫ হাজার ৮২০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। তার মধ্যে সদরে ১১ হাজার ৫০ হেক্টর, শ্রীপুরে ১০ হাজার ৮৫ হেক্টর, শালিখায় ৩ হাজার ৮৮৫ হেক্টর ও মহম্মদপুরে ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।