খুলনায় করোনা রোগীদের সেবা দিচ্ছে ১ টাকায় স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে করোনায় আক্রান্তদের খাদ্য, ফলমূল আর মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে অক্সিজেন নিয়ে ছুটছেন এলাকার সেচ্ছাসেবীরা, গড়ে তুলেছেন ১ টাকায় স্বাস্থ্য সেবা নামে সেবামূলক ফাউন্ডেশন। শুধু তাইই নয় প্রয়োজনে দাফন বা দাহর ব্যবস্থাও করছে এই ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা আক্রান্তদের প্রয়োজনী ওষুধ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। জানা যায়, খুলনায় করোনা সংক্রমণের শুরু থেকে দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের প্রতিটি অলিতেগলিতে মানুষের মাঝে সচেতনা বাড়াতে প্রচার-প্রচারণা চালানো হয়। মানব সেবায় নিয়োজিত এ সংগঠনের পক্ষ থেকে । লকডাউনে ঘরবন্দি মানুষের জন্য খাদ্য সহায়তা, অ্যাম্বুলেন্স সেবা দেওয়াসহ গর্ভবতী মায়েদের ডাক্তারের ব্যবস্থাপত্র মোতাবেক ওষুধ দিয়ে সহযোগিতা করা, ফ্রি ভ্যাকসিন নিবন্ধন, করোনা আক্রান্তদের ফলমূল করোনায় মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে বিনামূল্যে অক্সিজেন সেবাও চালু করা। এ সেবা কার্যক্রম এলাকায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার গোসল, জানাজা, দাফন বা হিন্দু ধর্মাবলম্বীদের দাহর আয়োজন করাসহ সংশ্লিষ্ট পরিবারকে সহায়তা দিয়ে আসছে এ ফাউন্ডেশন। বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনজন কুমার কুন্ডু বলেন, ১ টাকায় স্বাস্থ্য সেবা নামে সেবামূলক ফাউন্ডেশনের সকল সদস্যই করোনাযোদ্ধা। সংকটকালে তারা করোনায় আক্রান্তদের পাশে স্বজনের মতো ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের এই কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুল আলম বলেন, ‘আমরা সকলেই ঝুঁকির মধ্যে আছি, জীবনে এত খারাপ সময় মানুষের আর আসেনি। এসময় মানবিক সহায়তা নিয়ে সবারই এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে করোনা রোগীদের বাড়িতে গিয়ে ও হাসপাতালে যেভাবে ১ টাকায় স্বাস্থ্য সেবা নামে সেবামুূক ফাউন্ডেশন সেবা দিচ্ছেন তাতে আমরা সত্যিই গর্বিত। দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদোক্তা ওয়াহিদ মোড়ল রনি , ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মো. বেলাল হোসেন জুলহাস, চৌধুরী শাহিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা মো. শাহজাহান আলী ফারাজী, কামারগাতী সিংগাপুর প্রবাসী মো. কামরুল গাজী, বারাকপুর বজারের রহমত সেবাগারসহ আরো অনেক ব্যক্তিও প্রতিষ্ঠান এ জনসেবামূলক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে ।